সমন্বিত ৭ ব্যাংকে নিয়োগ ২০২১ – সিটপ্লান/কেন্দ্র তালিকা – Combine 7 Bank Seat Plan 2021

Combined 7 Bank Senior Officer Job Circular

Combined 7 Bank Senior Officer Exam Date 2021

সমন্বিত ৭ ব্যাংকে জনবল নিয়োগ এর জন্য MCQ Test গ্রহনের সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ০৭ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (২০১৮ সাল ভিত্তিক)” এর ৭৭১ টি শূন্য পদে সমন্বিত নিয়োগের উদ্দেশ্যে প্রবেশ পত্র ডাউনলোডকারী প্রার্থীদের MCQ Test আগামী ০৫/১১/২০২১ তারিখ শুক্রবার বিকাল ৩.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত নিম্নোক্ত কেন্দ্র সমূহে অনুষ্ঠিত হবে।

Combine 7 Bank Senior Officer Seat Plan 2021

সমন্বিত ৭ ব্যাংকে নিয়োগ এর লক্ষে MCQ Test গ্রহনের সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে। সমন্বিত ৭ ব্যাংকে নিয়োগের লক্ষে গত ২০/০১/২০২০ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন এবং তারপর যারা বাঙ্কলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট হতে এডমিট কার্ড ডাউনলোড করেছিলেন তারা এই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষার সিট প্লান ২০২১

7 bank seat plan

Combined 7 Bank Senior Officer Job Circular 2020

সমন্বিত ভাবে সরকারী ৭ ব্যাংকে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে সমন্বিত সাত ব্যাংকে নিয়োগ প্রদানের লক্ষে ২০১৭ সালে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হল। বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত সকল কিছু এখানে তুলে ধরা হল।

সমন্বিত ৭ ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা

  1. সোনালী ব্যাংক লিমিটেড – ২৬৪ টি
  2. জনতা ব্যাংক লিমিটেড – ১৩৯ টি
  3. রূপালী ব্যাংক লিমিটেড – ২১১ টি
  4. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক – ১১৩ টি
  5. বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন – ০৮ টি
  6. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ – ৩০ টি
  7. কর্মসংস্থান ব্যাংক – ০৬ টি

সমন্বিত ভাবে এই ৭ টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে মোট ৭৭১ জনকে নিয়োগ দেয়া হবে।

পদের নাম – ‘সিনিয়র অফিসার’ (২০১৮ সাল ভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা – ৪ বছর মেয়াদী স্নাতক পাস অথবা মাস্টার্স পাস (যে কোন ২ টি পরিক্ষায় ১ম বিভাগ থাকতে হবে)

আবেদন করার নিয়ম – সমন্বিত ৭ ব্যাংকে আবেদন করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের এই লিংকে (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php) ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর আবেদন ফী হিসেবে ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংকের “রকেট” এর মাধ্যমে পেমেন্ট করতে হবে।

আবেদন করার শেষ তারিখ – অনলাইনে আবেদন করার শেষ তারিখ ০৬/০২/২০২০, রাত ১১.৫৯ টা । ট্র্যাকিং পেজ সংগ্রহ করার শেষ তারিখ ছিল ০৬/০২/২০২০, রাত ১১.৫৯ টা । তবে ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে, যারা ইতিমধ্যে রকেটে পেমেন্ট করে ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে পারেন নাই তারা আগামী ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে ট্র্যাকিং পেজ সংগ্রহ করতে পারবেন। (এর পরে কোন ভাবেই ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে না)

Combine 7 Bank Exam Date & Seat Plan 2020

সমন্বিত ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার” পদে ৭৭১ জন এর শূন্য পদে নিয়োগের জন্য নিয়োগ পরিক্ষার তারিখ, সময় ও সিটপ্লান প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। সমন্বিত ৭ ব্যাংকের MCQ Test পরিক্ষা গ্রহনের জন্য পরিক্ষার সময়সূচী ও কেন্দ্র তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ২৩ নভেম্বর ২০২০ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগামী ০৫.১২.২০২০ তারিখ সকাল ১০.০০ টা হতে ১১.০০ টা পর্যন্ত নিম্নোক্ত কেন্দ্রসমুহে এই নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হবে

Combined 7 Bank Senior Officer Admit Card Download 2020

সমন্বিত ভাবে ৭ ব্যাংকে সিনিয়র অফিসার  (২০১৮ সাল ভিত্তিক) এর ৭৭১ পদে নিয়োগের লক্ষে MCQ Test এবং লিখিত পরিক্ষায় অংশ গ্রহনের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি।

এডমিট কার্ড/প্রবেশপত্র ডাউনলোড – সমন্বিত ৭ ব্যাংকের প্রবেশপত্র ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন Admit Card Download from Bangladesh Bank । পরিক্ষার তারিখ, সময়, সিটপ্লান, রেজাল্ট/ফলাফল যথা সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরিক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদেরকে আগামী ২০.০৯.২০২০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আর যারা ট্র্যাকিং পেজ সংগ্রহ না করার কারনে এডমিট ডাউনলোড করতে পারেন নাই তারা আগামী ০৬ ও ০৭ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে এডমিট ডাউনলোড করতে পারবেন।

সমন্বিত ৭ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ (Combined 7 Bank Senior Officer Job Circular 2020)

Combined 7 Bank Senior Officer Job Circular 2020

Combined 7 Bank Senior Officer Job Circular 2020

সমন্বিত ৭ ব্যাংকে আবেদন করার সময় বৃদ্ধি করে এবং ছবি আপলোড করার ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ

Download PDF Job Circular

ট্যাগ : 7 bank senior officer job circular 2020, bangladesh bank job circular 2020, latest job circular, 7 bank job circular 2020, bank job circular 2020 bd, lasted bank job circular 2020, 7 bank job circular, সমন্বিত সাত ব্যাংক, ৭ ব্যাংক, সরকারি ব্যাংক জব

7 bank seat plan, 7 bank seat plan 2021, 7 bank seat plan 2020, seven bank seat plan, combine 7 bank seat plan, 7 bank so seat plan, combined 7 bank seat plan, 7 bank senior officer seat plan, bangladesh bank 7 bank seat plan, 7 bank senior officer exam seat plan

2 thoughts on “সমন্বিত ৭ ব্যাংকে নিয়োগ ২০২১ – সিটপ্লান/কেন্দ্র তালিকা – Combine 7 Bank Seat Plan 2021

  1. আমি জব ট্রাকিং নাম্বার পাইনি।।।কিভাবে এডমিট কার্ড পাব।প্লিজ হেল্প করেন।

    1. আপনি CV Identification নাম্বার দিয়েও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কোন সমস্যা হবে না

Leave a Reply

Verified by MonsterInsights