দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জনবল নিয়োগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসুন জেনে নেয়া যাক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এর বিস্তারিত সকল তথ্য ।

আবেদন করার নিয়মঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করতে চাইলে টেলিটকের এই <http://ddmr.teletalk.com.bd> ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ পরিক্ষার প্রবেশপত্র <এডমিট কার্ড> ডাউনলোড শুরু হলে প্রার্থীদের মোবাইলে এসএমএস করে জানিয়ে দেয়া হবে। সেই সাথে টেলিটকের ওয়েবসাইট <http://ddmr.teletalk.com.bd> এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট <http://www.ddm.gov.bd> হতেও বিষয়টি সম্পর্কে জানা যাবে।

কাগজপত্র জমাদানঃ মৌখিক পরিক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরিক্ষার সময় কি কি কাগজ পত্র জমা দিতে হবে এবং কি কি কাগজ পত্র প্রদর্শন করতে হবে তা জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

পরিক্ষার ফলাফলঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োগ পরিক্ষার প্রকাশ হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট <http://www.ddm.gov.bd> হতে ফলাফল দেখা যাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021

  • প্রতিষ্ঠানের নামঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
  • পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  • পদ সংখ্যাঃ ১৪০ টি
  • গ্রেডঃ ১৬ তম
  • বেতন স্কেলঃ ৯৩০০ – ২২,৪৯০/-
  • শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস
  • অনলাইনে আবেদন করার শেষ তারিখঃ ৩০ জানুয়ারি ২০২১, বিকাল ৫.০০ টা

DDMR Job Circular 2021

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ প্রকাশ করা হয় ২১ মে ২০১৮ তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তিটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিশেষ ভাবে লক্ষণীয়ঃ গত ১৬/০৩/২০১৬ তারিখে এবং ১৬/১১/২০১৭ তারিখে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে বিধায় তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। এসম্পর্কিত আরো বিস্তারিত নিচে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

পদের নাম, শূন্য পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

  1. উচ্চমান সহকারী = ০৮ জন । যোগ্যতা = স্নাতক পাস
  2. বেতার যন্ত্রচালক = ০৯ জন । যোগ্যতা = সরকার অনুমোদিত টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণের সার্টিফিকেট / উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট
  3. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৭৯ জন । যোগ্যতা = উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস ।
  4. গাড়ী চালক = ১০ জন । যোগ্যতা = ৮ম শ্রেণী পাস ।
  5. অফিস সহায়ক <এমএলএসএস> = ১৭ জন । যোগ্যতা = যোগ্যতা = ৮ম শ্রেণী পাস ।
  6. নিরাপত্তা প্রহরী <গার্ড/দারোয়ান> = ১৮ জন । যোগ্যতা = ৮ম শ্রেণী পাস ।

৬ টি পদে মোট ১৪১ জনকে নিয়োগ প্রদান করা হবে। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের গ্রুপে জয়েন করুন । সেই সাথে চাকুরি ও পড়াশুনা সংক্রান্ত যে কোন খবর আমাদের গ্রুপে শেয়ার করতে পারবেন। ফেসবুকে আমাদের গ্রুপ অথবা আমাদের পেজ খুজে পেতে ফেসবুকের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন Free Job Alert 4 U অথবা এখানে ক্লিক করুন https://www.facebook.com/groups/freejobalert4ucom

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন শুরু ও শেষ হবার তারিখ

অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২৪/০৫/২০১৮ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন করার শেষ তারিখঃ ২৫/০৬/২০১৮ তারিখ বিকাল ৪.০০ টা পর্যন্ত।

আবেদন ফীঃ ১ হতে ৪ নং পদের জন্য ১১০ টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫৫ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

এখানে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

Leave a Reply

Verified by MonsterInsights