সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৮ | Sonali Bank Scholarship 2018

sonali bank scholarship 2018

সোনালী ব্যাংক তাদের শিক্ষাবৃত্তি ২০১৮ (Sonali Bank Scholarship 2018) এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার মেধাবী পুত্র-কন্যা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি দেয়া হবে।

২০১৭ সালে SSC বা সমমানের পাস করে বর্তমানে HSC তে পড়াশুনা করছে এমন অথবা ২০১৭ সালে HSC বা সমমানের পাস করে বর্তমানে স্নাতক বা সমমানের পর্যায়ে লেখাপড়া করছে এমন শিক্ষার্থীগন সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৮ এর জন্য আবেদন করতে পারবেন।

সাধারণ ও মুক্তিযোদ্ধা কোটার শিক্ষার্থীদের জন্য ২০১৭ সালে যে পাস করেছেন তাতে GPA-5 থাকতে হবে আর প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩.৫০ থাকতে হবে।

আবেদন করার শেষ তারিখ : সোনালি ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০১৮ তে আবেদন করার শেষ তারিখ ২৩/১২/২০১৮

আরো বিস্তারিত নিচে বিজ্ঞপ্তিতে দেখুন । সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ফলাফল ২০১৮/২০১৯ (Sonali bank scholarship result 2018) প্রকাশ হলে সোনালি ব্যাংকের ওয়েবসাইট (https://www.sonalibank.com.bd) হতে দেখা যাবে।

সোনালি ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০১৮ (Sonali Bank Scholarship 2018) তে আবেদন করতে এখানে ক্লিক করুন : https://www.sonalibank.com.bd/csr_2018/index.php

সোনালি ব্যাংকের শিক্ষাবৃত্তি ২০১৮ (Sonali Bank Scholarship 2018)

sonali bank scholarship circular 2018

Leave a Reply

Verified by MonsterInsights