১৪ তম নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণদের কি কি কাগজ পাঠাতে হবে জেনে নিন

গতকাল ৩১.১০.২০১৭ তারিখে ১৪ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রিমিনারি টেস্টের (MCQ Test) রেজাল্ট প্রকাশ হয়েছে। পরিক্ষায় পাসের হার ৩৮.৩৩ ভাগ। যারা পরিক্ষায় পাস করেছে এবার তাদের আবেদনের হার্ড কপি এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র NTRCA বরাবর পাঠাতে হবে।

আসুন জেনে নেয়া যাক ১৪ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরিক্ষার প্রিমিনারি টেস্টে উত্তীর্ণদের কি কি কাগজ পাঠাতে হবে:

প্রিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের SMS-এর মাধ্যমে হার্ড কপি প্রেরণের তারিখ ও সময় অবহিত করা হবে। প্রিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীগণ SMS-এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক Online -এ পূরুনকৃত আবেদন ফরম (Applicant’s Copy) -এর সাথে নিম্নোক্ত সনদ/ ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে খামে ভরে যথেষ্ট সময় হাতে রেখে ডাকযোগে নিম্নঠিকানায় পৌঁছানো অবশ্যই নিশ্চিত করতে হবে।

হার্ড কপি পাঠানোর ঠিকানা:

প্রাপক:

ঢাকা জি.পি.ও. বক্স নম্বর-১০৩,

ঢাকা-১০০০ ।

হার্ড কপির সাথে যেসব কাগজ পত্র পাঠাতে হবে তার লিস্ট:

  1. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  2. স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের নম্বরপত্র (মার্কসিট/টেবুলেশন সিট)
  3. কেবল সহকারী শিক্ষক পদসমুহের ক্ষেত্রে প্রার্থী কর্তৃক Online আবেদন পত্রে উল্লেখিত Optional Subject এর স্বপক্ষে প্রমান স্বরুপ স্নাতক (পাস/সম্মান) পর্যায়ের প্রবেশপত্র/ পত্রসমূহ
  4. নাগরিকত্ব সনদপত্র
  5. প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র
  6. জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ

আবেদনপত্রের হার্ড কপি কোনক্রমেই হাতে হাতে NTRCA-তে গ্রহন করা হবে না।

প্রিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের হার্ড কপি প্রেরণের ক্ষেত্রে খামের উপরে “চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরিক্ষার আবেদনপত্র” লিখতে হবে।

আরও বিস্তারিত নিচে দেখুন

Leave a Reply

Verified by MonsterInsights