বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন পরিক্ষার সময়সূচি ও সিটপ্লান | Bangladesh House Building Finance Corporation Exam Date and Sit Plan

BHBFC Exam date and sit plan logo

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এ “সিনিয়ার অফিসার” পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের MCQ Test গ্রহনের সময়সূচী ও পরিক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমটি।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এ “সিনিয়ার অফিসার” পদে সরাসরি নিয়োগের লক্ষে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে শুধুমাত্র প্রবেশপত্র ডাউনলোডকৃত প্রার্থীদের ০১ ঘণ্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ Test আগামী ২০.১০.২০১৭ তারিখ বিকাল ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনদ্বয়ের মধ্যে অবস্থিত নিম্নে বর্ণিত কেন্দ্রে সমূহে অনুষ্ঠিত হবে

উল্লেখ্য, পরিক্ষার হলে প্রবেশের পূর্বে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরিক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

প্রবেশপত্র ব্যতিরেখে কোন প্রার্থীকে পরিক্ষায় অংশগ্রহন করতে দেয়া হবে না। পরীক্ষার্থীদেরকে কোনক্রমেই পরিক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি ০৯.১০.২০১৭ তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়।

BHBFC exam date and sit plan 2017

Leave a Reply

Verified by MonsterInsights