ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ

Dengue Jor Lakhan

বর্তমান সময়ে ভয়াবহ আকারে ডেঙ্গু জর ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা একটু সচেতন হলেই ডেঙ্গু জর থেকে বাচতে পারি । আমাদের একটু খানি সচেনতা-ই আমাদের সকলের জন্য কল্যাণকর হতে পারে।

আসুন জেনে নেয়া যাক :

  • ডেঙ্গু জর কেন হয় ?
  • ডেঙ্গু জরের লক্ষনসমূহ
  • ডেঙ্গু প্রতিকারের উপায়
  • ডেঙ্গু প্রতিরোধের উপায়

ডেঙ্গু জর কেন হয় ?

এডিস মশার কামরে ডেঙ্গু জর হয় । এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করে । সেই এডিস মশা যখন কাউকে কামর দেয় তখন তার ডেঙ্গু জর হয় ।

ডেঙ্গু জরের লক্ষনসমূহ

ডেঙ্গু জরের বিশেষ কিছু লক্ষন আছে । যে লক্ষন গুলা হলে বা দেখলে আমরা বুঝতে পারবো যে ডেঙ্গু জর হয়েছে । আসুন জেনে নেয়া যাক ডেঙ্গু জরের লক্ষনসমূহ:

  • তীব্র জর ও মাথা ব্যাথা
  • চোখে ব্যাথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া
  • মাংসপেশী এবং হাড়ের সংযোগস্থানে প্রচণ্ড ব্যাথা হওয়া
  • শরীরের চামড়ায় লালচে ছোপ বা র‍্যাশ উঠা
  • বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া

ডেঙ্গু প্রতিকারের উপায়

ডেঙ্গু জরে কেউ আক্রান্ত হলে সাথে সাথে নিচের পদক্ষেপগুলা নিন । মনে রাখবেন ডেঙ্গু জরকে কখনই অবহেলার দৃষ্টিতে দেখবেন না

  • ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন
  • অতিদ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করুন
  • জ্বরে প্যারাসিটামল ব্যতিত অন্য ব্যাথা নাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন
  • বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা নিয়মিত পরিক্ষা করুন

ডেঙ্গু প্রতিরোধের উপায়

ডেঙ্গুতে যাতে করে কেউ আক্রান্ত না হয় সেজন্য কিছু পদক্ষেপ সকলের-ই নিতে হবে । এই পদক্ষেপগুলা নিলে সহজে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হবে না….

  • মশা তাড়ানোর ঔষধ বা স্প্রে ব্যবহার করুন
  • মশার কামড় হতে দূরে থাকতে দিনের যে কোন সময়-ই ফুল হাতা জামা প্যান্ট পরিধান করুন
  • দিনে বা রাতে যে কোন ঘুমাতে যাবার সময় মশারী ব্যবহার করুন
  • ফুলের টবে, এসি বা ফ্রিজের নিচে বা অন্য কোন স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন
  • ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার স্প্রে বা ঔষধ ব্যবহার করুন

জনস্বার্থে SMC এসব বিষয় নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি সকলের উপকার্থে এখানে প্রকাশ করা হল

ট্যাগ : ডেঙ্গু জর কেন হয়, dengue jor keno hoy, আজ সমাজে ডেঙ্গু জ্বর কেন হয়, ডেঙ্গুর লক্ষণ ও প্রতিকার, ডেঙ্গু জ্বর প্রতিরোধ, ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা, ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার, ডেঙ্গু জ্বরের লক্ষণ কি, ডেঙ্গু জ্বরের লক্ষণ সমূহ, ডেঙ্গু জ্বরের লক্ষণ ২০১৯, ডেঙ্গু জ্বরের লক্ষণ গুলো কি কি, ডেঙ্গু জ্বরের লক্ষণ কী কী, ডেঙ্গু জ্বরের লক্ষণ 2019

Leave a Reply

Verified by MonsterInsights