আজ মধ্যরাত থেকে গ্রামীনফোনের ০১৭ ও ০১৩ কোডের যে সব সার্ভিস বন্ধ থাকবে

আজ মধ্যরাত থেকে গ্রামীনফোনের ০১৭ ও ০১৩ কোডের যে সব সার্ভিস বন্ধ থাকবে

গ্রামীনফোন তাদের গ্রাহকদের জন্য একটি বিজ্ঞপ্তি “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় প্রকাশ করেছে । সেই বিজ্ঞপ্তি মোতাবেক আজ (০৫ আগস্ট ২০১৯) তারিখ মধ্যরাত থেকে গ্রামীনফোনের ০১৭ ও ০১৩ সিরিজের গ্রাহকদের কিছু সার্ভিস বন্ধ থাকবে ।

গ্রামীনফোনের সেই নোটিশটি নিচে হুবহু তুলে ধরা হল :

সম্মানিত সকল গ্রামীনফোন গ্রাহকদের (০১৭ ও ০১৩ সকল সিরিজ) জানানো যাচ্ছে যে, প্রযুক্তিগত উন্নয়ন কাজের জন্য গ্রাহকগণ আগামী ৫ আগস্ট , ২০১৯ মধ্য রাত ০০.০০ টা থেকে সকাল ৮.০০ টা পর্যন্ত নিম্নোক্ত গ্রামীণফোন সার্ভিস উপভোগের ক্ষেত্রে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন :

যে সকল সার্ভিস বন্ধ থাকবে :

  1. উল্লিখিত সময়ে গ্রাহকগণ ৬১টি সোশ্যাল, ইন্টারন্যাশনাল রোমিং, ইন্টারপ্রাইজ ও বায়োমেট্রিক প্যাকে অ্যাক্টিভেশন ও ডি-অ্যাক্টিভেশন করতে পারবেন না
  2. রোমিং-এ থাকা ট্রাভেল সিওর ইন্টারনেট লিমিট (প্যাক R1, R2, R3 ও R4) ব্যবহারকারী +৮৮০১৭৩ সিরিজের গ্রাহকগণ উল্লিখিত সময়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য গ্রামীনফোন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। গ্রামীনফোনের নোটিশটি নিচে হুবহু দেয়া হল।

Leave a Reply

Verified by MonsterInsights