জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট ২০১৭ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং ২য় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

অনার্স ভর্তি রেজাল্ট (২০১৭) ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা প্রকাশের তারিখঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষে অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং বিষয়ভিত্তিক ২য় মেধা তালিকা ১৭ অক্টোবর ২০১৭ তারিখে প্রকাশ করা হবে।

মোবাইলের এসএমএস এর মাধ্যমে অনার্স ভর্তি রেজাল্ট (২০১৭) (২য় মেধা তালিকা) দেখার নিয়মঃ মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন nu<space>athn<space>roll no তারপর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।  উদাহরণঃ NU ATHN 3000000 (এখানে 3000000 এর স্থানে অনার্স এডমিশন রোল নাম্বার দিন) ১৭ অক্টোবর ২০১৭ তারিখ বিকাল ৪ টা থেকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে।

ওয়েবসাইট এর মাধ্যমে অনার্স ভর্তি ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও (২য় মেধা তালিকা) রেজাল্ট (২০১৭) দেখার নিয়মঃ ১৭ অক্টোবর ২০১৭ তারিখ রাত ৯ টা থেকে ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে। ৩ টি ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইট ৩ টির লিঙ্ক নিচে দেয়া হলঃ

১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের ১৮.১০.২০১৭ থেকে ২৩.১০.২০১৭ তারিখের মধ্যে অনলাইন থেকে পরিবর্তিত বিষয়ের ফরমের প্রিন্ট কপি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফী প্রদান করতে হবে না।

২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের ১৮.১০.২০১৭ থেকে ২৩.১০.২০১৭ তারিখের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম পুরুণ করে ফরমের প্রিন্ট কপি ও রেজিস্ট্রেশান ফী সহ ১৮.১০.২০১৭ থেকে ২৪.১০.২০১৭ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

আরো বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুনঃ

National_University_2nd_merit_honours_admission_result_2017

Leave a Reply

Verified by MonsterInsights