NTRCA ৪০ হাজার নিয়োগের দ্বিতীয় ধাপের রেজাল্ট প্রকাশ

ngi.teletalk.com.bd merit list

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২য় ধাপে গনবিজ্ঞপ্তি এর রেজাল্ট প্রকাশ করেছে। এর আগে গত ডিসেম্বরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৪০ হাজার শিক্ষক নিয়োগের জন্য আবেদন আহবান করে।

তারপর জানুয়ারি মাসে “৪০ হাজার শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ” করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ২য় নিয়োগ চক্রের প্রথম ধাপে যে সকল প্রার্থী যোগদান করেন নাই এবং যোগদান না করার কারনে যে সকল পদ শূন্য রয়েছে সে সকল পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৩৫৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬টি ক্যাটাগরির ৪৬৭৩ টি শূন্য পদ পাওয়া যায়। কিন্তু সহকারী শিক্ষক (আইসিটি, স্কুল পর্যায়) পদে মামলাজনিত কারনে আপাতত ৯৯৬ টি পদ স্থগিত রাখা হয়েছে।

অবশিষ্ট ৩৬৭৭ টি শূন্য পদের মধ্যে ১৬০৩ টি এমপিও পদ এবং ১৩৩৬ টি নন এমপিও পদে নিয়োগের জন্য সুপারিশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমপিও পদের সুপারিশ করে ৩১/১০/২০১৯ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর নন এমপিও পদে সুপারিশ করে ০১/১১/২০১৯ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৬০৩ টি এমপিও পদের মধ্যে ১১৬২ টি পদ মেধার ভিত্তিতে ও ৪৪১ টি পদ মহিলা কোটার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। অপরদিকে ১৩৩৬ টি নন এমপিও পদের মধ্যে ১০৫৬ টি পদ মেধার ভিত্তিতে এবং ২৮০ টি পদ মহিলা কোটার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।

৩৪৬ টি নন এমপিও পদে প্রার্থী না পাওয়ায় (মেধা ও মহিলা কোটায়) নিয়োগের জন্য সুপারিশ করা হয় নাই। সুপারিশকৃত প্রার্থীদেরকে SMS করে জানিয়ে দেয়া হয়েছে। গনবিজ্ঞপ্তির ২য় ধাপের রেজাল্ট দেখতে ক্লিক করুন (http://ngi.teletalk.com.bd/ntrca/app)

এমপিও পদের বিজ্ঞপ্তি

এনটিআরসিএ এমপিও পদের বিজ্ঞপ্তি

নন এমপিও পদের বিজ্ঞপ্তি

এনটিআরসিএ নন এমপিও পদের বিজ্ঞপ্তি

Leave a Reply

Verified by MonsterInsights