সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯

sonali bank scholarship

Sonali Bank Scholarship 2019

প্রতি বছরের ন্যায় এবারও সোনালী ব্যাংক লিমিটেড শিক্ষাবৃত্তি ২০১৯ প্রদান করতে যাচ্ছে। সেই লক্ষে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষাবৃত্তি ২০১৯ এর অনলাইন আবেদন আহবান করেছেন।

আমরা এখন জানবো সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০১৯ এর বিস্তারিত সকল কিছু । সেই সাথে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯ এর আবেদন করার লিংকও দেয়া হল। নিচে থেকে সেই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।

কাদের জন্য “সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯” ?

দেশের দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মেধাবী পুত্র-কন্যা/তদীয় পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯।

কারা “সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯” এর জন্য আবেদন করতে পারবে ?

যারা ২০১৮ বা ২০১৯ সালে SSC/সমমানের পাস করে বর্তমানে HSC বা সমমান পর্যায়ে অধ্যয়নরত আছেন তারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবার যারা ২০১৮ বা ২০১৯ সালে HSC/সমমানের পাস করে বর্তমানে স্নাতক/সমমান পর্যায়ে অধ্যয়নরত আছেন তারাও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

“সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯” এর জন্য আবেদন করতে কত GPA থাকতে হবে ?

HSC/সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/তদীয় পুত্র-কন্যাদের জন্য SSC/সমমানের পরিক্ষায় GPA-5 পেতে হবে আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য GPA-3.50 পেতে হবে।

স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/তদীয় পুত্র-কন্যাদের জন্য HSC/সমমানের পরিক্ষায় GPA-5 প্রাপ্ত হতে হবে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য  মিনিমাম GPA-3.50 পেতে হবে।

আবেদন করার নিয়ম

“সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯” এর জন্য অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে (https://www.sonalibank.com.bd/csr/) আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরু হবার তারিখ ৩০/১২/২০১৯ এবং আবেদন করার শেষ তারিখ ২০/০১/২০২০

আরো বিস্তারিত তথ্য জানতে নিচে থেকে “সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০১৯” এর সার্কুলার পড়ে দেখুন । আরো শিক্ষাবৃত্তির সংবাদ পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন https://www.facebook.com/groups/freejobalert4ucom

Sonali Bank Scholarship Circular 2019

sonali bank scholarship circular 2019

Leave a Reply

Verified by MonsterInsights